ঠাকুরগাঁ প্রতিনিধি: ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা দিনব্যাপী কর্মবিরতি কর্মসূচি পালন করেছে।
৫ মে রোববার সকাল থেকে জগন্নাথপুরস্থ ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয়ে কর্মবিরতি শুরু করেন ৫ শতাধিক কর্মকর্তা-কর্মচারী।
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের পদমর্যাদা সরকার ঘোষিত গ্রেডিং ১ থেকে ২০, চুক্তিভিত্তিক চাকরিজীবীদের নিয়মিত করন, লাইনম্যানদের নির্দিষ্ট কর্ম ঘণ্টা, বিলিং সহকারীদের নিয়মিত করন, অভিন্ন চাকুরি বিধি বাস্তবায়নসহ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্যাতন, নিপীড়ন ও শোষণ বন্ধের দাবিতে দিনব্যাপী কর্মবিরতি পালন করেছে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।
দাবিগুলো দ্রুত সময়ে বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন জেলায় নিয়োজিত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available