খুলনা ব্যুরো: প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী বলেছেন, একটি বিশেষ টিম গঠন করে আগুনে সুন্দরবনের জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হবে । আগামী ১০ কার্যদিবসের মধ্যে সেই কমিটি একটি সুপারিশসহ প্রতিবেদন দাখিল করবে।
অগ্নিকাণ্ডে সুন্দরবনের ক্ষতিগ্রস্ত এলাকা সরজমিনে পরিদর্শন শেষে ৫ মে রোববার রাত সাড়ে ১০টায় সুন্দরবন পশ্চিম বন বিভাগের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, সুন্দরবনে আগুন লাগার জায়গায় বর্তমানে কোথাও আগুন নেই। সেখানে পর্যবেক্ষণের জন্য টিম রাখা হয়েছে। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।
প্রধান বন সংরক্ষক বলেন, ৫ একর জায়গা পানি দিয়ে ভিজিয়ে দেয়া হয়েছে। চারপাশে নালা কেটে পানি উঠিয়ে দেয়া হয়েছে। কোথাও কোনো আগুন রয়েছে কিনা, তা ৬ মে সোমবার সকাল থেকে ড্রোন দিয়ে জায়গাটি পরীক্ষা করা হবে বলেও প্রেস ব্রিফিংয়ে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো, সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় (ডিএফও) বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেনসহ বন কর্মকর্তারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available