মোহাম্মদ শফিক, জেলা প্রতিনিধি (কক্সবাজার) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘বিশ্বের সাথে তাল মিলিয়ে নির্বাচনে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও কর্মীদের দক্ষতার উপর জোর দিচ্ছে নির্বাচন কমিশন। সেজন্যই ইভিএম পদ্ধতির উপর পুরোপুরি আস্থা রাখছে নির্বাচন কমিশন।’
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো: আমিনুর রহমানের সভাপতিত্বে ১১ মার্চ শনিবার সকালে কক্সবাজার শহরের একটি তারকামানের হোটেলে আয়োজিত ‘নির্বাচন ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ব্যবহার: চ্যালেঞ্জসমূহ এবং উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘পাঁচশ’র মতো নির্বাচনে ইভিএম ব্যবহার হয়েছেন। কিন্তু কেউই এর বস্তুনিষ্ট ত্রুটি দেখাতে পারেনি। শুধুমাত্র নির্বাচনে পরাজিত হলেই ইভিএম নিয়ে প্রশ্ন তুলেন প্রার্থীরা। এছাড়া আগামী দ্বাদশ নির্বাচনে ৫০-৮০টি আসনে ইভিএম নিয়ে ভোট গ্রহণের সক্ষমতা রয়েছে কমিশনের।’
এসময় অন্যান্যদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো: আহসান হাবিব খান, নির্বাচন কমিশনের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার খান, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান, নির্বাচন কমিশন সচিবালয়ে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, জেলা জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলামসহ অন্যরা বক্তব্য রাখেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available