হিলি (দিনাজপুর) প্রতিনিধি: ৮টি আমদানিকারক প্রতিষ্ঠানকে ১০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে কৃষি মন্ত্রণালয়। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে এসব পেঁয়াজ আমদানি করা হবে।
পেঁয়াজ রপ্তানিতে ভারত সরকার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর আমদানির অনুমতি দিল বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়। কৃষি মন্ত্রণালয়ের খামারবাড়িতে ইমপোর্ট পারমিটের (আইপি) জন্য আবেদন করার পর তাদের এই অনুমতি দেওয়া হয়।
৬ মে সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধের উপসহকারী ইউসুফ আলী।
৪ মে শনিবার থেকে অনেকেই খামারবাড়িতে পেঁয়াজ আমদানি অনুমতি পত্রের জন্য আবেদন করেন। এদের মধ্য ৫ মে রোববার সন্ধ্যা পর্যন্ত ৮টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হয়েছে।
তবে পেঁয়াজ আমদানিকারকদের সাথে কথা বলে জানা গেছে, ভারত থেকে আমদানি করা হলেও খুচরা বাজারে আপাতত কোনো প্রভাব পড়বে না। কারণ, ভারত থেকে টন প্রতি ৫৫০ ডলারে পেঁয়াজ আমদানি করলে প্রতিকেজি পেঁয়াজের আমদানি খরচই পড়বে প্রায় ৭০ থেকে ৭৫ টাকা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available