বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম থেকে প্রতারণার মাধ্যমে চুরি হয়ে যাওয়া চাল বোঝাই ট্রাকসহ লিটন প্যাদা (৪৫) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।
৫ মে রোববার রাতে মুন্সিগঞ্জের সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার লিটন প্যাদা পটুয়াখালীর গলাচিপা থানার আজাহার প্যাদার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সরকারি কৃষি পণ্যের বাজারে চালের জন্য ঢাকার মোহাম্মদপুর থেকে বড়াইগ্রামের বনপাড়া বাজারের চাল ব্যবসায়ী মাহবুব গাজীকে মোবাইল ফোনে অর্ডার দেয় এক প্রতারক। তার অর্ডার মোতাবেক মাহবুব গাজী ঢাকায় ২৭০ বস্তা (১৩.৫০ টন) চাল পাঠিয়ে দেয়। পরে প্রতারক চক্রের সদস্যরা কৌশলে ঢাকার মোহাম্মদপুর বাসস্টান্ডের রাস্তার পাশে অন্য একটি ট্রাকে চালের বস্তাগুলো বুঝে নেয়। এরপর মাহবুব গাজী সেই চাল ব্যবসায়ীর সাথে যোগাযোগ করে মোবাইল বন্ধ পেলে বড়াইগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেন।
পরে বনপাড়া তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মুন্সিগঞ্জ সদর থানা এলাকা থেকে লিটন প্যাদাকে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে মুন্সিগঞ্জ সদর থানার সিপাহিপাড়া, দরগাবাড়ি ও দূর্গাবাড়ি এলাকা থেকে চুরি যাওয়া চালের মধ্যে থেকে ১৬০ বস্তা চাল এবং চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করা হয়।
বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, লিটন প্যাদা আন্তঃজেলা চাল চোর চক্রের একজন সক্রিয় সদস্য। এর সাথে আরো যারা জড়িত আছে তাদেরও গ্রেফতারের প্রক্রিয়া চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available