কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলায় নির্বাচনি সহিংসতায় ৪ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ৫ মে রোববার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার বোড়াই গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, একই উপজলার বোড়াই গ্রামের সাজ্জাদুর রহমান (৩৫), আনতাজ আলী (৪৫), রাঘবপুর গ্রামের স্বাধীন হোসেন (২২) ও রনি মিয়া (২৭)।
আহত ও প্রত্যক্ষদর্শীরা জানান, তারা গত রাতে নির্বাচনি প্রচারণা শেষে বোড়াই গ্রামে চেয়ারম্যান প্রার্থী তৌফিকুল ইসলাম তালুকদার বেলালের আনারস মার্কার নির্বাচনি ক্যাম্পে বসে তারা নিজেরা আলোচনা করছিল। সেসময় মোটরসাইকেল মার্কার চেয়ারম্যান প্রার্থী মিনফুজুর রহমান মিলনসহ তার কর্মীরা মোটরসাইকেলযোগে ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে তাদের ডেকে কেন আনারসের ভোট করছে ও এজেন্ট থাকছে বলতে বলতে কিল-ঘুষিসহ লাঠি-সোটা দিয়ে মারধর করতে থাকে। পরে গ্রামের লোকজন খবর পেয়ে এগিয়ে এসে তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী বলেন, উপজেলা নির্বাচনে আনারস মার্কা প্রার্থীর সমর্থকদের ওপর হামলায় ৪ জন গুরুতর আহত হয়েছে। এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
বিষয়টি স্বীকার করে দুই পক্ষকেই জেলা নির্বাচন কার্যালয়ে তলব করা হয়েছে বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available