ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে ট্রেনের ১৯টি টিকেটসহ আরমান আলী (৩৫) নামে এক রেলওয়ে খালাসী কর্মীকে আটক করেছে ভৈরব রেলওয়ে থানা পুলিশ।
৬ মে সোমবার বেলা সাড়ে ১২টায় কুলিয়ারচর রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আরমান আলী নরসিংদীর বেলাবো থানার বিন্নাবাইত গ্রামের আইন উদ্দিনের ছেলে।
রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ যাবত ট্রেন টিকেট কালোবাজারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গত। এক সপ্তাহে কুলিয়ারচর ও ভৈরব স্টেশন থেকে তিনজনকে আটক করা হয়েছে। তাদের দেয়া তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার কুলিয়ারচর স্টেশন থেকে খালাসী কর্মী আরমানকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ব্যবহৃত একটি এন্ড্রয়েড মোবাইল জব্দ করা হয়। মোবাইল চেক করে অ্যাপসের মাধ্যমে ক্রয়কৃত ১৯টি টিকেট পাওয়া যায়।
এ বিষয়ে খালাসী কর্মী আরমান আলী স্বীকার করে বলেন, গত তিনমাস যাবত তিনি এ ব্যবসার সাথে জড়িত। নিজের নিকট আত্মীয় স্বজনের আইডি কার্ড ব্যবহার করে বিভিন্ন রুটের টিকেট কেটে ক্রয় বিক্রয় করেন।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানা অফিসার ইনচার্জ আলীম হোসেন শিকদার জানান, কিশোরগঞ্জ জেলার বিভিন্ন রেল স্টেশনে টিকেট কালোবাজারিরা বেশ সক্রিয় রয়েছে। এমন অভিযোগ নিত্যদিনের। টিকেট কালোবাজারি চক্র নিয়মিত ব্লাকের মাধ্যমে টিকেট বিক্রি করে থাকে। সোমবার বেলা সাড়ে ১২টায় কুলিয়ারচরে স্টেশন থেকে ৩৩টি আসন বিশিষ্ট ১৯টি রেল টিকেটসহ খালাসী কর্মীকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available