ঝিনাইদহ প্রতিনিধি: কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ অফিসের কার্যক্রম। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ। বিভিন্ন দাবি আদায়ে টানা ৩য় দিনের মত এই কর্মসূচি পালন করছেন তারা।
৬ মে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ করে দিয়ে অফিস প্রাঙ্গণে জড়ো হয় ঝিনাইদহ পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা। ব্যানার ফেস্টুন নিয়ে অফিসের সামনে অবস্থান নেয় তারা। সেসময় দাবি আদায়ে নানা স্লোগান দিতে থাকেন তারা।
এ সময় বক্তব্য রাখেন ঝিনাইদহ পল্লী বিদ্যুতের ইনফোর্স কো-অর্ডিনেটর জাহাঙ্গীর হোসেন, জুনিয়র ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, লাইনম্যান সাব্বির হোসেন, বিলিং সহকারী জুবাইদা গুলসান, লাইন ক্রু লেভেল ওয়ান জামিনুর রহমান, এম আর সিএম শহিদুল ইসলামসহ অন্যান্যরা।
বক্তারা তাদের চাকরিবিধি বৈষম্য দূর করে দ্রুত তাদের দাবি আদায়ে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন। এ দাবি দ্রুত মানা না হলে আগামী দিনে গ্রাহকসেবাসহ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার হুঁশিয়ারি দেন আন্দোলকারীরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available