স্টাফ রিপোর্টার, ফরিদপুর: আগামীকাল ৮ মে বুধবার ফরিদপুরে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপে ৩টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এ উপলক্ষ্যে ৭ মে মঙ্গলবার ব্যালট ব্যতিত নির্বাচনী সকল সরঞ্জাম সরবরাহ করা হয়েছে।
দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারেক আহমেমদ জানান, নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে সকল প্রিসাইডিং অফিসারদের হাতে নির্বাচনী সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। শুধু মাত্র ব্যালট পেপার ভোটের দিন সকালে পৌঁছানো হবে।
নির্বাচন প্রস্তুতি সম্পর্কে প্রিসাইডিং কর্মকর্তাসহ সকলকে এরই মধ্যে অবগত করা হয়েছে। নির্বিঘ্নে ভোট গ্রহণের জন্য পুলিশ ও র্যাবের পাশাপাশি স্টাইকিং ফোর্স আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, জেলার ফরিদপুর সদর, মধুখালী ও চরভদ্রাসন এই ৩টি উপজেলার ২৫৫টি কেন্দ্রে মোট ১৮১৩ বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তিন উপজেলায় মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৫৯ হাজার ৩২৪ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ২৭ হাজার ৪৭৫ জন। নারী ভোটার ৩ লাখ ২১ হাজার ৮৪৬ জন। চেয়ারম্যান পদে মোট ১৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন অংশ নিয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available