• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৪:৪৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৪:৪৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

দুর্গাপাশা ইউনিয়নে জেলেদের চাল বিতরণে অনিয়ম

১১ মার্চ ২০২৩ বিকাল ০৫:৫৪:১৪

দুর্গাপাশা ইউনিয়নে জেলেদের চাল বিতরণে অনিয়ম

উত্তম কুমার বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৫ নং দুর্গাপাশা ইউনিয়নের জেলেদের মাঝে কার্ডের বরাদ্ধকৃত চাল বিতরণে অনিয়মের অভিযেগ উঠেছে। দুর্গাপাশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য জিয়াউর রহমানের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

জানা গেছে, জনপ্রতি ৪০ কেজি করে চাল বরাদ্ধ থাকলেও দেওয়া হচ্ছে ৩১ থেকে ৩২ কেজি চাল। ৪০ কেজি চালের বিপরিতে তিন মাস অন্তর ৪ বারের জন্য নেয়া হচ্ছে প্রত্যেক জেলে পরিবারের কাছ থেকে ১২০০ টাকা। চাল আনতে গিয়ে প্রত্যেক জেলেদের গুনতে হচ্ছে আরও ১০০ টাকা। যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত।

এ বিষয় ভুক্তভোগী জেলেরা এশিয়ান টেলিভিশন অনলাইনের প্রতিনিধি উত্তম কুমারকে জানান, দুর্গাপাশা ইউনিয়নের ১ নং ওয়ার্ড ইউপি সদস্য জিয়াউর রহমান চালের বিপরিতে ১২০০ করে টাকা নিয়েছে। যারা টাকা দিতে পারেনি তাদেরকে চাল দেয়া হয়নি। জিয়াউর আমাদের কাছ থেকে টাকা নিয়েছে এই কথা কাউকে জানালে আমাদের কার্ড বাতিল করে দিবে এমন হুমকি দিয়েছে। আমাদের কাছ থেকে চাল বিতরণের দিন কেরিং খরচ বাবদ বাড়তি আরও ১০০ টাকা নেয়।

এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য জিয়াউর রহমান ১২০০ টাকা নেয়ার কথা অস্বীকার করে। কেরিং খরচ বাবদ ১০০ টাকা নিয়েছে বলে জানান তিনি।

দুর্গাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানিফ তালুকদার বলেন, অভিযোগের বিষয় আমি জেনেছি। তবে লিখিত অভিযোগ পেলে ব্যাবস্থা নেয়া হবে। ইউনিয়নের অন্য কোন ইউপি সদস্যদের বিরুদ্ধে ও যদি এমন কোনো অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেয়া হবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, এ অভিযোগ সম্পর্কে আমার জানা নেই ,তবে অভিযোগ পেলে ব্যাবস্থা গ্রহণ করা হবে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০