• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫১:৩৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫১:৩৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৪ বসতঘর

৮ মে ২০২৪ রাত ০৯:১৭:২৯

রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৪ বসতঘর

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৪টি বসতঘর। ৭ মে মঙ্গলবার রাতে উপজেলার পারুয়া ইউনিয়নের পূর্ব সাহাব্দীনগর মহুতপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

পারুয়া ইউপি চেয়ারম্যান একতেহার হোসেন জানান, মঙ্গলবার রাতে স্থানীয় আমিরুজ্জামানের বাড়িতে আগুন ধরে যায়৷ মুহূর্তে আগুন পাশের বসতঘর গুলোতে ছড়িয়ে পড়ে। এতে জাহাঙ্গীর আলম, মো. আলমগীর, ইলিয়াস কাঞ্চন ও মোহাম্মদ আলমের মালিকানাধীন ৪টি সেমিপাকা ঘর পুড়ে গেছে। এ সময় বসতঘরে থাকা মূল্যবান স্বর্ণালঙ্কার, নগদ টাকা, টিভি, আসবাবপত্র, ৩টি ফ্রিজ, মোবাইলসহ সবকিছু পুড়ে গেছে।

এদিকে ক্ষতিগ্রস্তদের বুধবার বিকেলে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন ইউপি চেয়ারম্যান একতেহার হোসেন। তিনি জানান, অসহায় এই কৃষক পরিবারগুলোকে পুনরায় স্বাবলম্বী করতে সরকারি-বেসরকারি অনুদানের ব্যবস্থা করা হচ্ছে।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামরুজ্জামান সুমন জানান, সোমবার ঝড়ো হাওয়ার পর এলাকাটিতে বিদ্যুৎ সংযোগ ছিলো না। তাই চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে তিনি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫