মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা নির্বাচনে আনারুল ইসলাম ও আমাম হোসেন মিলু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ৮ মে বুধবার সন্ধ্যায় জেলা নির্বাচন কর্মকর্তা ওয়ালীউল্লাহ তার নিজ কার্যালয়ে আনারুল ইসলাম ও আমাম হোসেন মিলুকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
মেহেরপুর সদর উপজেলায় ৯৪টি কেন্দ্রে মোট ভোটার ২ লাখ ১৮ হাজার ৮০৪ জনের মধ্যে ৫৩ হাজার ৮৯১ বৈধ ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করেছেন। সবকয়টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী আনারুল ইসলাম মোটরসাইকেল প্রতীকে ৪০ হাজার ১২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. ইব্রাহিম শাহিন কাপ পিরিচি প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৫০৭ ভোট।
এদিকে চেয়ারম্যান পার্থী আব্দুল মান্নান ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৭২ ভোট ও আবুল হাশেম আনারস প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮৮৫ ভোট।
পরুষ ভাইস চেয়ারম্যান পদে আবুল হাশেম চশমা প্রতীকে ৩৬ হাজার ১৮৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহিন টিউবয়েল প্রতীকে পেয়েছেন ১৬১৩ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে লতিফুন নেছা লতা বৈদ্যুতিক পাখা প্রতীকে ৩৪ হাজার ৬৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সামিউন বসিরা পলি হাস প্রতীকে ১৭ হাজার ৯১৬ ভোট পেয়েছেন।
মুজিবনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৩৫টি ভোটকেন্দ্র মোট ভোটার ৮৫ হাজার ২৫৯ জনের মধ্যে ৩৫ হাজার ৩২৫ ভোটার তাদের ভোটাধীকার প্রোয়োগ করেছেন।
ফলাফল অনুযায়ী আমাম হোসেন মিলু আনারস প্রতীকে ১৭ হাজার ৬৩ ভোট পেয়ে বেসরকরিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম তোতা কাপ পিরিচ প্রতীকে পেয়েছে ১৫ হাজার ১০০ ভোট। অপর চেয়ারম্যান পার্থী কামরুল হাসান ঘোড়া প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮২১ ভোট ও মে. মাহাবুবুর রহমান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৪১ ভোট।
পরুষ ভাইস চেয়ারম্যান পদে বিএম জাহিদ হাসান টিউবওয়েল প্রতীকে ২৬ হাজার ৫৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মতিউর রহমান চশমা প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৬৭৬ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে তকলিমা খাতুন কলষ প্রতীকে ২০ হাজার ৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আফরোজা খাতুন ফুটবল প্রতীকে ১৪ হাজার ৩৩৬ ভোট পেয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available