কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্যদিয়ে শেষ হয়েছে প্রথম ধাপের উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ। ভোট গণনা শেষে ফলাফল আসতে শুরু করেছে। সন্ধ্যা থেকে ফলাফল আসা শুরু হয়।
এর আগে ৮ মে বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। প্রথম ধাপে কুমিল্লা জেলার ৩টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রথম ধাপে কুমিল্লার লাকসাম, মনোহরগঞ্জ এবং মেঘনা উপজেলায় নির্বাচন সম্পন্ন হয়েছে।
৮ মে বুধবার রাতে জেলা নির্বাচন অফিস সূত্রে এ তিন উপজেলার নির্বাচনী বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে বিজয়ী হয়েছেন লাকসাম উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচনে বর্তমান চেয়ারম্যান এড. মো. ইউনুছ ভূইয়া (আনারস), বর্তমান ভাইস চেয়ারম্যান পদে মোহাব্বত আলী (তালা) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পড়শী সাহা (পদ্ম ফুল) প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মনোহরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচনে আব্দুল মান্নান চৌধুরী (ঘোড়া) প্রতীক, ভাইস চেয়ারম্যান পদে আমিরুল ইসলাম (তালা) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিরিন আক্তার (প্রজাপতি) প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মেঘনা উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচনে তাজুল ইসলাম তাজ (আনারস) প্রতীক, ভাইস চেয়ারম্যান পদে ইঞ্জিনিয়ার আবুল কালাম (চশমা) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দিলারা শিরিন (হাঁস) প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available