নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নলডাঙ্গা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে রবিউল ইসলাম, ভাইস চেয়ারম্যান খালেদ মাহমুদ, মহিলা ভাইস চেয়ারম্যান পদে রিনা পারভীন বিজয়ী। হয়েছেন রাত সাড়ে ১১টায় চেয়ারম্যান পদের ফলাফল ঘোষণা করা হলেও ভাইস চেয়ারম্যান পদের ফলাফল নিয়ে সৃষ্টি হয় নানা নাটকীয়তা। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বার বার ভোট গণনা করে অবশেষে রাত দেড়টায় ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার।
নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রবিউল ইসলাম জোড়া ফুল প্রতীকে ১১ হাজার ২৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিন্বন্দ্বী তৌহিদুর রহমান লিটন কাপ পিরিচ প্রতীকে ১০ হাজার ৭১৭ ভোট পেয়েছেন।
৮ মে বুধবার রাত সাড়ে ১১টার দিকে বেসরকারি এ ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুস সালাম। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সভাপতি খালেদ মাহমুদ টিবওয়েল প্রতীকে ১৮ হাজার ৪৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রায়হান তানভীর ১৩ হাজার ৮৩৯ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকে রিনা পারভীন ১৮ হাজার ৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহুয়া পারভীন লিপি হাঁস প্রতীকে ১৭ হাজার ৯৩৫ ভোট পেয়েছেন।
নানা নাটকীয়তা শেষে চেয়ারম্যান প্রার্থীর ফলাফল ঘোষণা করা হয় রাত সাড়ে ১১টায়। অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে ফলাফল বার বার গণনা করার কারণে রাত অনেক হয়ে যায়। পরে রাত দেড়টার দিকে পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এই দুই পদের ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুস সালাম।
নলডাঙ্গা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ উপজেলায় মোট ভোটার ১ লাখ ১৭ হাজার ১৫১ জন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available