নিজস্ব প্রতিবেদক: যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় কবলিত হয়ে বিধ্বস্ত হয়েছে।
৯ মে বৃহস্পতিবার সকালে পতেঙ্গায় কর্ণফুলী নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, যুদ্ধবিমানটির দুই পাইলটকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। একপর্যায়ে বিমানটিতে আগুন ধরে যায়। এসময় বিমানে থাকা দুজন পাইলট প্যারাসুট দিয়ে নেমে যান। পরে বিমানটি কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়।
রাশিয়ার তৈরি ইয়াক ১৩০ (Yak-130) যুদ্ধবিমানটি দুই সিটের উন্নত জেট সাবসনিক বিমান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available