রামু (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের রামু গর্জনিয়ার বড়বিল এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে আবুল কাসেম (৪০) নামে এক কৃষককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে একই এলাকার এক চিহ্নিত সন্ত্রাসীর বিরুদ্ধে।
৮ মে বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। সকাল ৬টায় তার গুলিবিদ্ধ দেহ পাওয়া যায়। নিহত আবুল কাসেম এই এলাকার মৃত আলী আহম্মদের ছেলে। তিনি পেশায় কৃষক ও মোটরসাইকেল চালক ছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ২টার সময় ৪০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সকাল ৬টায় কাঠুরিয়ায় তাকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পেয়ে প্রথমে পুলিশকে ফোন দেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছতে দেড়ি হওয়ায়, তার পরিবারকে খবর দেন স্থানীয়রা।
পরে তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সম্প্রতি সে ডাকাত শাহীনের নেতৃত্বে পাচার হওয়া গরুর অবৈধ কাজে বাধা দেন। সে কারণেই তাকে হত্যা করা হয়েছে। তার স্ত্রী বর্তমানে গর্ভবতী। তার আরও একটি ৪ বছরের কন্যা সন্তান রয়েছে।
নিহত আবুল কাশেমের ভাই মো. শহীদুল্লাহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গের সামনে সাংবাদিকদের জানান, ডাকাত শাহীন গ্রুপের ৪০ জন সদস্য ভারি অস্ত্র নিয়ে তার ভাইকে বাড়ি থেকে ডেকে পাহাড়ের দিকে নিয়ে যায় এবং পরে গুলি করে হত্যা করে। এ নিয়ে গত কয়েক মাসে গর্জনিয়ায় গরু পাচারকে কেন্দ্র করে চারটি হত্যার ঘটনা ঘটেছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মো. মিজানুর রহমান জানান, ঘটনার পর পরই পুলিশ মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে গেছে। অপরাধীদের গ্রেফতারে পুলিশের প্রচেষ্টা চলমান আছে।
উল্লেখ্য, আন্ত:উপজেলার শীর্ষ ডাকাত মো. শাহীনুর রহমান ওরফে শাহীনের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক ব্যবসা ও চোরাচালান, সীমান্তে গরু চোরাকারবারিদের সহযোগিতা ছাড়াও অস্ত্রের মুখে জোরপূর্বক জমি দখলসহ নানা অভিযোগ রয়েছে। ডাকাত শাহীনের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রায় ২২টির উপরে মামলা রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available