বরিশাল প্রতিনিধি: চতুর্থ ধাপে বরিশালে উজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
৯ মে বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত উপজেলা চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ ও মহিলা ভাইস চেয়ারম্যানপদে ২ জন প্রার্থী মনোয়নপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেন উপজেলা নির্বাচন অফিসার মো. নাজিমুদ্দিন।
উজিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু, একই পরিষদের সাবেক ইউপি ও উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় জাসদের (আম্বীয়া) যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাদল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি ও উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য উজিরপুর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা অধ্যক্ষ সুখেন্দু শেখর বৈদ্য।
অপরদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান অপুর্ব কুমার বাইন রন্টু, উজিরপুর উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও উজিরপুর উপজেলা ও পৌর প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম শিপন মোল্লা, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মো. মিজানুর রহমান (সবুজ)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান সিমা রানী শীল ও আওয়ামী লীগ নেত্রী অ্যাডভোকেট মোর্দেশা পারভীন।
৯ ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে গঠিত উজিরপুর উপজেলায় ভোটার সংখ্যা ২ লক্ষ ২২ হাজার ২শ’ ৫৭ জন। ৮৩টি কেন্দ্রে ৫শ’ ৮টি বুথে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৫ জুন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিল শেষ হয়েছে ৯ মে। যাচাই-বাছাই ১২ মে, প্রত্যাহার ১৯ মে, প্রতীক বরাদ্দ দেয়া হবে ২০ মে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিমুদ্দিন জানান, চতুর্থ ধাপের নির্বাচনে উজিরপুর উপজেলায় ৯ জন প্রার্থীর মনোনয়ন পত্র জমা পেয়েছি। যাচাই-বাছাই শেষে যারা টিকবে তারা নির্বাচনে অংশ নেবেন। আশা করছি, প্রার্থীরা সকল প্রকার নির্বাচনী আচারণবিধি মেনে তাদের প্রচারণা চালাবেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available