• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১১:৪৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১১:৪৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ক্ষেতলালে চেয়ারম্যানসহ ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

১০ মে ২০২৪ দুপুর ১২:৩৪:২০

ক্ষেতলালে চেয়ারম্যানসহ ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৮ মে বুধবার জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে চেয়ারম্যান পদে একজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন।

নির্ধারিত প্রদত্ত ভোটের ১৫ শতাংশ ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন এসব প্রার্থী।

নির্বাচনের বিধি অনুযায়ী, নির্বাচনে উপজেলায় প্রদত্ত সর্বমোট ভোটের ১৫ শতাংশ ভোট না পেলে তার জামানত ফেরত দেওয়া হবে না। সেই জামানতের টাকা সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এ উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে একজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ৫ প্রার্থী তাদের জামানত হারিয়েছেন।

এই উপজেলায় জামানত হারানো প্রার্থীরা হলেন- চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকের প্রার্থী নাজ্জাসী ইসলাম (১শত ১৫ ভোট)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের প্রার্থী আফিয়া খাতুন গান্ধী (৬ হাজার ৬৩৩ ভোট), ফুটবল প্রতীকের প্রার্থী রহিমা আক্তার তারা (৩ হাজার ২৫৩ ভোট), পদ্ম ফুল প্রতীকের শামীমা আক্তার বেদেনা (২ হাজার ৪৪৬ ভোট) এবং বৈদ্যুতিক পাখা প্রতীকের খোতেজা বেগম (২ হাজার ১২৯ ভোট)।

এ উপজেলায় মোট ভোটার ৯৪ হাজার ১০ জন। ৩০টি ভোট কেন্দ্রে ভোট পড়েছে চেয়ারম্যান পদে ৬৯ হাজার ৬৫৬টি। যার ১৫ শতাংশ হিসেবে পেতে হবে ১০ হাজার ৪৪৫টি ভোট, যা পাননি একসব প্রার্থী।  

গত ৮ মে বুধবার সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ উপজেলায় চেয়ারম্যান পদে পৌর আওয়ামী লীগের সভাপতি (দোয়াত কলম প্রতীকের প্রার্থী) দুলাল মিয়া সরদার ৩০ হাজার ৪০০ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান তাইফুল ইসলাম তালুকদার (আনারস প্রতীক) পেয়েছেন ২২ হাজার ৯০০ ভোট।

এছাড়াও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মতলুব হোসেন (টিউবওয়েল প্রতীক) ২৪ হাজার ৬১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস.এম তুহিন (তালা প্রতীক) পেয়েছেন ২০ হাজার ৯৩৬ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে নুরুনন্নাহার গুন্নাহ (সেলাইমেশিন প্রতীক) ৩৭ হাজার ৩৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নূরবানু (হাঁস প্রতীক) পেয়েছেন ১৩ হাজার ৪৪৫ ভোট।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫