নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দু’জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নামযজ্ঞ অনুষ্ঠানে একই মঞ্চে একই সময়ে ভোট প্রার্থনা করেছেন। প্রার্থীরা হলেন আনারস প্রতীকের আজিজুর রহমান ভূইয়া এবং ঘোড়া প্রতীকের তোফায়েল মাহমুদ তুফান। এ সময় তারা একে অপরের সাথে কুশল বিনিময়ও করেন।
১০ মে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নড়াইল সদর উপজেলার কমলাপুর নামযজ্ঞানুষ্ঠানে তাদের একই মঞ্চে বসে অনুষ্ঠান উপভোগ করতে দেখা যায়। এক পর্যায়ে তারা দু’জনেই নামযজ্ঞানুষ্ঠানে আর্থিক অনুদান প্রদান করেন এবং ভোট প্রার্থনা করে বক্তব্য দেন।
প্রথমে তোফায়েল মাহমুদ তুফান তার কর্মী সমর্থকদের নিয়ে নামযজ্ঞানুষ্ঠানে যান। কিছু সময় পর সেখানে কর্মী সমর্থকদের নিয়ে হাজির হন প্রার্থী আজিজুর রহমান ভুইয়া।
নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে দু’জন করে প্রার্থী হয়েছেন। আর ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন ৩ জন প্রার্থী।
চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল মাহমুদ তুফান একজন সাবেক সফল ছাত্রনেতা। তিনি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। এর আগে অল্প বয়সে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন বিপুল ভোটের ব্যবধানে। গত নির্বাচনে ভাইস চেয়ারম্যান হয়েছেন, এবার চেয়ারম্যান পদে লড়ছেন। অন্যদিকে এ পদে লড়ছেন নড়াইল সদরের চন্ডিবরপুর ইউপি’র সেভেন স্টার চেয়ারম্যান খ্যাত মো. আজিজুর রহমান ভুইয়া, তিনি ৭ বার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে ব্যাপক প্রশংসিত হয়েছেন। সে কারণে ভোটের দিন যত ঘনিয়ে আসছে, ভোটের উত্তাপ ততই বেড়ে চলেছে।
কমলাপুর মন্দির কর্তৃপক্ষের নিমন্ত্রণে নামযজ্ঞানুষ্ঠানে যোগ দিতে তারা দু’জনেই যাচ্ছেন, এমন সংবাদে সেখানে মিডিয়া কর্মীদের ভিড় বেড়ে যায়। তবে তাদের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ আচরণ ও রাজনৈতিক শিষ্টাচার দেখে সকলে মুগ্ধ হন। তাদের মধ্যে সম্প্রীতির মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হোক এটাই প্রত্যাশা করেন এলাকাবাসী।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available