• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৮:২৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৮:২৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ২ নেতা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

১১ মে ২০২৪ দুপুর ১২:২৩:৩২

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ২ নেতা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের তিনটি উপজেলা পরিষদ নির্বাচনের ঘোষিত বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন দুই সাবেক বিএনপি নেতা।

উপজেলা নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় প্রার্থী ছিলেন বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম। দলীয় আদেশ অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কার করা হয় তাকে। তবে বহিষ্কার হলেও নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন তিনি।

৮ মে বুধবার রাতে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহজাহান মানিক এ ফল ঘোষণা করেন।

নির্বাচনে সদ্য বহিষ্কৃত জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতীক ছিল চিংড়ি। তিনি পেয়েছেন ১৩ হাজার ৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৭৬৬ ভোট।

এছাড়া চেয়ারম্যান পদে অপর তিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা বিএনপির সদ্য বহিষ্কৃত আহ্বায়ক মোহাম্মদ বাবর আলী আনারস প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচ হাজার ৫২৪ ভোট। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহা. শরিফুল ইসলাম মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন চার হাজার ৮৪৯ ভোট এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহা. আব্দুল গাফ্ফার ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন এক হাজার ৬৩১ ভোট। চারটি ইউনিয়ন নিয়ে গঠিত ভোলাহাট উপজেলায় মোট ভোট কেন্দ্র ৩৮টি এবং মোট ভোটার সংখ্যা ৮৬ হাজার ২২৯ জন।

অপরদিকে, গোমস্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির অপর বহিষ্কৃত নেতা মো. আশরাফ হোসেন আলিম বর্তমান চেয়ারম্যান হুমায়ুন কবিরকে হারিয়ে বিজয়ী হয়েছেন।

তিনিও দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন। এর কারণে ইতোমধ্যেই তাকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় বহিষ্কার আদেশ মাথায় নিয়েই শেষ পর্যন্ত ছিলেন ভোটের মাঠে, বিজয়ীও হয়েছেন বিপুল ভোটের ব্যবধানে।

বুধবার ৮ মে রাতে সহকারী রিটার্নিং অফিসার ও গোমস্তাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমদ নিজ কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করেন।

জানা গেছে, গোমস্তাপুর উপজেলা পরিষদের বেসরকারিভাবে নির্বাচিত মো. আশরাফ হোসেন আলিম। আনারস প্রতীকে তিনি পেয়েছেন, ৪০ হাজার ৬২০ ভোট, তার নিকটতম আওয়ামী লীগের মো. হুমায়ূন রেজা ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪০ হাজার ৬১ ভোট।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫