রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ আরাফাত (আনারস প্রতীক) বিভিন্ন সভা ও প্রচার প্রচারণায় লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন খানের নামে মিথ্যাচার করে আসছেন বলে অভিযোগ উঠেছে। এবিষয়ে ওই সংসদ সদস্য প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট রির্টানিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে এমপি আনোয়ার খান বলেন, আমার সংসদীয় আসন রামগঞ্জে উপজেলা নির্বাচন চলছে। সংসদ অধিবেশন চলায় এখনও এলাকায় যাওয়া হয় নি। নির্বাচন নিয়ে কারও সাথে কোন আলোচনাও হয়নি। অথচ রামগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ আরাফাত আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করে আসছেন। একজন আইন প্রণেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করায় নির্বাচন আইন অনুযায়ী আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ করছি।
বিষয়টি আমি নির্বাচন কমিশনসহ জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাও লিখিতভাবে অবহিত করছি।
এ বিষয়ে জানতে ইমতিয়াজ আরাফাতকে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায় নি।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দত্ত জানান, আমি এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available