মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে প্রায় ৩৫ কোটি টাকা পাওনা আদায়ের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে একদল প্রান্তিক কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের নিকট থেকে বাকিতে ধান কিনে তাদের পাওনা টাকা পরিশোধ না করে বিভিন্ন হয়রানির প্রতিবাদে ও পাওনা টাকা আদায়ের জন্য স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান ওসমান এগ্রো ইন্ডা. (প্রাঃ) লিমিটেডের বিরুদ্ধে এ মানববন্ধন করেন তারা।
১২ মে রোববার দুপুরে উপজেলা সদরের মডেল স্কুল মোড়ে আঞ্চলিক মহাসড়কে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে পাওনাদার প্রান্তিক কৃষক ও ব্যবসায়ীরাসহ প্রায় পাঁচ শতাধিক লোকজন অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, ওসমান এগ্রো ইন্ডা. (প্রাঃ) লিমিটেডের স্বত্বাধিকারী মো. ওসমান গণি গং তার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য প্রায় আড়াইশ জন কৃষক ও ব্যবসায়ীদের নিকট থেকে বাকিতে ৩৫ কোটি টাকার ধান ক্রয় করে এসব টাকা পরিশোধ না করে বিভিন্ন তালবাহানা ও কালক্ষেপণ করতে থাকে। কখনো কখনো টাকা দিতে অপারগতা প্রকাশ করে বিভিন্ন ভয়-ভীতি ও মারপিটের হুমকি প্রদান করে।
বক্তারা আরো বলেন, তিনি প্রতিষ্ঠান থেকে মূলধন অন্যত্র সরিয়ে নিয়ে পরিবারের তথা, স্ত্রী, ছেলে, মেয়ে, জামাইসহ অন্যান্য আত্মীয়-স্বজনদের নামে রাজধানী ঢাকায় ১৫ থেকে ২০টি বহুতল ভবন নির্মাণসহ বিভিন্ন জায়গায় সম্পদের পাহাড় গড়ে তুলে নিজেকে বাকি পরিশোধে অপারগ বলে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও তাদের সাথে প্রতারণা করছে। এসব পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য জেলা প্রসাশকসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ করেছেন বলেও জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন প্রায় সাড়ে ৩ কোটি টাকা পাওনাদার কালাই জয়পুরহাটের সমশিরা বাজারের ব্যবসায়ী মেসার্স ইসলাম অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মো. আনোয়ার হোসেন, ধামইরহাট উপজেলার ফতেপুর বাজারের ব্যবসায়ী মেসার্স বেলাল ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. বেলাল হোসেন। তার পাওনা প্রায় ২ কোটি ৮৫ লক্ষ টাকা।
এছাড়া আরও বক্তব্য রাখেন, খিরশিন গ্রামের কৃষক নূরুজামান, ব্যবসায়ী আল ইমরান, দিনাজপুরের ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন, ময়েন উদ্দীন প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available