রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি: সারাদেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। রাঙামাটির রাজস্থলী উপজেলায় এই বছর এসএসসি পরীক্ষায় পাশের হার ৫৭.৬০ শতাংশ। এই বছর রাজস্থলী উপজেলায় একজনও জিপিএ-৫ পায়নি।
১২ মে রোববার বেলা ১২টায় রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়ে এ ফলাফল সংগ্রহ করা হয়।
ফলাফলে দেখা যায়, ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় রাজস্থলী উপজেলার মোট ৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৭২১ জন পরীক্ষার্থী অংশ নেন। তারমধ্যে পাশ করেছে ৩৭১ জন।
রাজস্থলী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় ১৫৯ জন অংশগ্রহণ করে পাশ করে ৯০ জন। পাশের ৫৭.৬০ শতাংশ। বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় ২৯৭ জন অংশগ্রহণ করে পাশ করে ১৪৭ জন। পাশের হার ৪৯.৪৯ শতাংশ। গাইন্দ্যা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় ১৫০ জন অংশগ্রহণ করে পাশ করে ৬৬ জন। পাশের হার ৪৪ শতাংশ।
রাজস্থলী উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় ৪২ জন অংশগ্রহণ করে পাশ করে ২৬ জন। পাশের হার ৬১.৯০ শতাংশ। বাঙ্গাল হালিয়া উচ্চ বিদ্যালয় কারিগরি শাখা থেকে পরীক্ষায় ৭৩ জন অংশগ্রহণ করে পাশ করে ৪২ জন। পাশের হার ৫৭.৫৩ শতাংশ। এছাড়া রাজস্থলীর ৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো জিপিএ-৫ পায়নি।
কাপ্তাই উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান বলেন, এসএসসির ফলাফলে আমরা খুশি না। টোটাল রেজাল্ট আরও ভালো করা দরকার ছিল। শিক্ষক ও অভিভাবকরা আরও আন্তরিক হলে ফলাফল ভালো হতো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available