নারায়ণগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কার্যালয় তথা নিরীক্ষা ও হিসাব বিভাগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ মে সোমবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. এএফএম মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শফিকুর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি, সহকারি পুলিশ সুপার মাহফুজার রহমান।
স্বাগত বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টন্স অ্যান্ড ফিন্যান্স অফিসার মো. আনোয়ার হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক মো. শাহআলম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো. আসাদুজ্জামান সরদার প্রমুখ।
পরে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টন্স অ্যান্ড ফিন্যান্স অফিসের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে তিন দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম পরিচালনার স্টল উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, আজকের এই অডিট দিবসের গুরুত্ব সকলের নিকট তুলে ধরতে হবে। একটি দেশের আর্থিক ব্যবস্থাপনা জন গুরুত্বপূর্ণ বিষয় হলো আর্থিক শৃঙ্খলা রক্ষা করা। আমাদের সকলেরই উচিত স্বচ্ছতা বজায় রাখা। এজন্য অডিট বিভাগকে সহযোগিতা করতে হবে। তিনি সকল বিভাগীয় প্রধানকে আর্থিক ব্যয় ভার স্বচ্ছতার সঙ্গে পিপিআর অনুযায়ী ব্যয় নির্বাহ করার জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন।
সকল কর্মকর্তাগণের উদ্দেশে তিনি আরও বলেন, সকল বিল ভাউচার সঠিকভাবে সংরক্ষণ না করার কারণে অডিট আপত্তি উত্থাপিত হয়। বিল ভাউচার ও অন্যান্য কাগজপত্র সঠিকভাবে সংরক্ষণ করা হলে অডিট আপত্তি এড়ানো সম্ভব।
নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টন্স অ্যান্ড ফিন্যান্স অফিসার মো. আনোয়ার হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শিতার ফসল হিসেবে ১৯৭৩ সালে বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কার্যালয় প্রতিষ্ঠিত হয় এবং ১১ মে বাংলাদেশের প্রথম কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) নিযুক্ত করেন, যা ছিল সামগ্রিক সরকারি আর্থিক ব্যবস্থাপনায় জনগণের স্বার্থ সুরক্ষিত করার অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ ও বলিষ্ঠ নেতৃত্বে ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণের পর আমরা সকলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছি। জাতির পিতার দেখানো পথ ধরে জনগণের সম্পদ ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনগণের কাছে সেবা পৌঁছে দিতে আমরা সংবিধান প্রদত্ত দায়িত্ব পালনে বদ্ধপরিকর।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available