টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে তরুণ লেখক নাজমুল হাসান অরণ্যের লেখা ‘পোড়ামাটির মূর্তি’ উপন্যাসের মোড়ক উন্মোচন করা হয়েছে। এ নিয়ে নাজমুল হাসানের তিনটি উপন্যাস প্রকাশ হয়েছে। এর আগে উপন্যাসটি একুশে বই মেলায় মোড়ক উন্মোচন করা হয়।
রোববার ১২ মার্চ সকাল ১১ টায় উপজেলার আম্বিশন মডেল স্কুলে জমকালো আয়োজনের মাধ্যমে বইটি মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘাটাইল সরকারী জি,বি,জি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক জুলফিকার -ই-হায়দার, সহকারী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, দৈনিক যুগধারা পত্রিকার ঘাটাইল প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম চান,ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি খান মোঃ ফজলুর রহমান,দেশটিভির জেলা প্রতিনিধি মোঃ আতিকুর রহমান,অ্যাম্বিশন মডেল স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি মোঃ সাইফুর রহমান মিন্জু, এশিয়ান টিভির উত্তর টাঙ্গাইল প্রতিনিধি সাংবাদিক আব্দুল লতিফ,কবি গীতিকার ও সাংবাদিক চান তরফদার, অ্যাম্বিশন মডেল স্কুলের সিঃ শিক্ষক নূরুন নাহার আক্তার , পোড়াবাড়ী ফাজিল মাদ্রাসার ইংরেজি বিভাগের প্রভাষক রোকসানা, আম্বিশন মডেল শিক্ষিকা ইতি রানী চন্দ্র প্রমুখ।
নাজমুল হাসানের এই উপন্যাসটিতে সামাজিক অবক্ষয়, কর্মক্লান্ত মানুষের জীর্ণ জীবনযাপন, ধর্মীয় বিভাজন, মানুষের মানবিক ও নৈতিক অবক্ষয়ের দিকগুলো অত্যন্ত নিপুনতার সাথে ফুটিয়ে তোলা হয়েছে। তার প্রথম উপন্যাস ‘রূপালি চাঁদ’ প্রকাশিত হয় ২০১৬ সালে। এছাড়াও ‘শোষিত জল’ উপন্যাসটি প্রকাশ হয় ২০১৭ইং সালে। তার আগের দুইটি উপন্যাস পাঠকপ্রিয়তা লাভ করে।
নাজমুল হাসান গোপালপুর উপজেলার সোনাআটা গ্রামের বাসিন্দা। তিনি ঘাটাইল উপজেলায় ‘অ্যাম্বিশন মডেল স্কুল’ নামে একটি শিশুশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এ প্রতিষ্ঠানে তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। এই সুবাধে তিনি ঘাটাইলেই বসবাস করছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available