সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে মা সাবিয়া সুলতানা ও মেয়ে মহিনি সুলতানা একই সাথে এবারে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উভয়ে সন্তোষজনক ফলাফল নিয়ে পাশ করেছেন।
মা সাবিয়া সুলতানা সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র- ৩। তিনি শহরের আসমতিয়া দাখিল মাদরাসা থেকে পরীক্ষায় অংশ নিয়ে দাখিল পাশ করেন। অপরপাশে মেয়ে মহিনি শহরের ইসলামিয়া উচ্চ বিদ্যালয় থেকে অংশ নিয়ে এসএসসি পাশ করেন। উভয়ের ফলাফল জিপিএ তিন-এর ওপরে।
জীবনের শেষ বয়সে এসে দাখিল পাশের ব্যাপারে মা সাবিয়া বলেন, আমার মা ছিল সৈয়দপুর পৌরসভার সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর। তিনিও লেখাপড়া জানতেন না। কিন্তু জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। আমার মায়ের মৃত্যুর পর এলাকার সকলেই আমাকে নির্বাচনে অংশ নিতে পরামর্শ দেন। কিন্তু আমিও তো লেখা পড়া করিনি। তবও জনগণের কথায় রাজি হয়ে পৌর কাউন্সিলর পদে ভোটে অংশ নেই। বিপুল ভোটে আমি নির্বাচিত হই। পৌর পরিষদের অন্যান্য কাউন্সিলর শিক্ষিত। তাই আমি সিদ্ধান্ত নেই পড়াশোনা করবো। ভর্তি হয়ে যাই আসমতিয়া দাখিল মাদরাসায়। নিয়মিত ক্লাশ করেছি। যার কারণে পরীক্ষায় পাশ করেছি।
এ ব্যাপারে আসমতিয়া দাখিল মাদরাসার সুপার মো. আনোয়ারুল আলম শাহ জানান, ওই মহিলা কাউন্সিলর পড়াশোনায় আগ্রহী ছিলেন। ভর্তির পর ক্লাশ করতেন। ঠিকমত পড়াশোনা করায় তিনি ভালো ফলাফল করেছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available