মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
১৪ মে মঙ্গলবার দুপুরে উপজেলা সদর খাদ্য গুদামে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান চাল সংগ্রহের উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী সৌরেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অনুকূল চন্দ্র সাহা বুদু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাজের হাসান, উপজেলা খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুর রহমান, আওয়ামী লীগ নেতা মুহা. মাহবুবুর রহমান ধলু, চালকল মালিক গ্রুপের সভাপতি মো. বেলাল উদ্দীন, বিশিষ্ট ধান চাল ব্যবসায়ী আলহাজ্ব মো. জব্বার হোসেন, মিলন সরকার প্রমুখ।
চলতি মৌসুমে ৩২ টাকা কেজি দরে ২ হাজার ৮২১ মে. টন ধান, ৪৫ টাকা কেজি দরে ২০ হাজার ৩৫৬ মে. টন সিদ্ধ চাল, ৪৪ টাকা কেজি দরে ৩ হাজার ৬৪৪ মে. টন আতপ চাল ও ৩৪ টাকা কেজি দরে ৬০ মে. টন গম সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত সংগ্রহ অভিযান চলবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available