মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে দুইজনকে গাঁজাসহ আটকের পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। ১৪ মে মঙ্গলবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে তাদের আটক করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের কারাদণ্ড দেন। পাশাপাশি তাদের ৩০০ টাকা করে জরিমানাও করা হয়।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার গালা ইউনিয়নের মধ্য ধুসুরিয়া গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে শেখ ফরিদ হোসেন (৩৪) ও একই গ্রামের মৃত আহাম্মদ মোল্লার ছেলে মো. বাবুল হোসেন (৫৪)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক মো. হামিমুর রশীদ জানান, মঙ্গলবার অভিযান চালিয়ে শেখ ফরিদ হোসেনকে ১০০ গ্রাম এবং বাবুল হোসেনকে ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের তিন মাস করে কারাদণ্ড দেয়া হয়। পাশাপাশি তাদের ৩০০ টাকা করে জরিমানাও করা হয়।
এদিকে একইদিন অভিযান চালিয়ে উপজেলার গালা ইউনিয়নের শালখাই গ্রামের মো. আবুল হোসেনের ছেলে মো. আবির হোসেনকে (২৮) ৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available