• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৭:৫৪:৩৯ (08-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৭:৫৪:৩৯ (08-Sep-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

লংগদুতে প্রতীক পেয়েই প্রচার যুদ্ধে ৯ প্রার্থী

১৫ মে ২০২৪ সকাল ০৯:৪৪:১০

লংগদুতে প্রতীক পেয়েই প্রচার যুদ্ধে ৯ প্রার্থী

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটে রাঙ্গামাটির লংগদু উপজেলার ৯ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পেয়েই নির্বাচনী প্রচার যুদ্ধে নেমে পরেছেন প্রার্থীরা।

১৩ মে সোমবার সকালে রাঙ্গামাটি জেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং অফিসার মোহাম্মদ সাখাওয়াত হোসেন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ প্রদান করেন। এ সময়  লংগদু উপজেলার সহকারী রিটার্নিং অফিসার উপস্থিত ছিলেন।

নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন- উপজেলা চেয়ারম্যান আবদুল বারেক সরকার (ঘোড়া), লংগদু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু (আনারস), অ্যাডভোকেট আফসার উদ্দিন (মোটরসাইকেল) ও উপজেলা ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম ঝান্টু (দোয়াতকলম)।

ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন- মো. রাকিব হাসান (বই), তোফায়েল আহমেদ বাবুল (টিউবওয়েল) ও কল্যাণ মিত্র চাকমা (চশমা)। এছাড়া, মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন- মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম (ফুটবল) ও ফাতেমা জিন্নাহ (কলস)।

১৪ মে মঙ্গলবার সকাল থেকে প্রার্থীরা নির্বাচনের প্রচার প্রচারণায় মাঠে নেমে পড়েছে। মাইকিং, জনসংযোগসহ নানা প্রচারণা করতে দেখা গেছে অনেক প্রার্থীদের। আইন অনুযায়ী ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগ পর্যন্ত চলবে প্রচার। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ মে তৃতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

লংগদু উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. বুলবুল আহমেদ বলেন, চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে আমাদের সব প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, এবারের উপজেলা নির্বাচনে ২১টি কেন্দ্রে লংগদু উপজেলার ৬১ হাজার ২শ’ ৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৩১ হাজার ৮শ’ ৭৭ জন ও নারী ভোটার ২৯ হাজার ৩শ’ ৮৬ জন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






কুষ্টিয়ায় ছাত্রদলের ২ নেতা বহিষ্কার
৭ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:০৬:৪৪

নওগাঁয় মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন
৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:১৫

গাজীপুরে বিয়ের দাবিতে ৩ সন্তানের জননীর অনশন
৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১২:২০