• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৫:১৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৫:১৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

উজিরপুরে শিশু তামান্না ধর্ষণ ও হত্যাকাণ্ডের দুই আসামি গ্রেফতার

১৫ মে ২০২৪ সকাল ১১:৩৭:১১

উজিরপুরে শিশু তামান্না ধর্ষণ ও হত্যাকাণ্ডের দুই আসামি গ্রেফতার

বরিশাল প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুরে আলোচিত ও চাঞ্চল্যকর ৯ বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি মো. তাওহীদ হাওলাদার (৩০) ও তার পিতা মো. সুলতান হাওলাদারকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাব ৮ এর সদস্যরা।  ফরিদপুর জেলার চুনাঘাট বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

এরআগে ৮ মে ভিকটিমের মা বাদি হয়ে আদালতে নারী ও  শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা ও হত্যাকাণ্ডে সহায়তার অপরাধের একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, ভিকটিম শিশু তামান্না আক্তার (৯) মামলায় গ্রেফতার হওয়া আসামিদের আত্মীয়। সেই সুবাদে আসামিরা ২ মে ভিকটিমকে বরিশাল জেলার উজিরপুর পৌরসভার হাসপাতাল রোড এলাকায় আসামিদের বসত বাড়িতে বেড়াতে নিয়ে যায়। পরের দিন ৩ মে বেলা ১১টার দিকে আসামিদের বসত ঘরে শিশু তামান্নাকে একা পেয়ে আসামি মো. তাওহীদ হাওলাদার (৩০) ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে।

এ সময় ভিকটিম শিশুটির ডাক-চিৎকারে পরিবারের অন্যান্য সদস্য (আসামিরা) বিষয়টি জানতে পেরে এলাকার লোকজন জানার আগেই বেলা আনুমানিক ১১.৫৫ মিনিটের মধ্যে ভিকটিম শিশুকে শ্বাসরোধ করে নির্মমভাবে হত্যা করে এবং বসতঘরের দালানের সিঁড়ির উপর টিনের রুয়ার সাথে ঝুলিয়ে রাখে।

এরপর সু-কৌশলে ও পরিকল্পিতভাবে ধর্ষণ ও হত্যার ঘটনাটি ধামাচাপা দিতে শিশু তামান্না আত্মহত্যা করেছে বলে তার পরিবারকে ফোন করে জানায় হত্যাকারী ও তার পরিবারের সদস্যরা। বিষয়টি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্য ও আলোচনা সৃষ্টি হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০