বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী স্বপন দাশের প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী শেখ ওয়াহিদুজ্জামান বাবুর বিরুদ্ধে আচারণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী স্বপন দাশ গত ১৩ মে সন্ধ্যায় বাগেরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার অরবিন্দ বিশ্বাসের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।
প্রাপ্ত অভিযাগের প্রেক্ষিতে চেয়ারম্যান প্রার্থী শেখ ওয়াহিদুজ্জামান বাবুকে মঙ্গলবার ১৪ মে আচারণ বিধিমালা ২০১৮ অনুযায়ী কারণ দর্শানো নোটিশ দিয়েছেন বাগেরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার অরবিন্দ বিশ্বাস। কারণ দর্শানো নোটিশে আগামী ১৬ মে বেলা ১১টার মধ্যে ওই প্রার্থীকে হাজির হয়ে লিখিত জবাব দেওয়ার কথা জানানো হয়েছে।
প্রাপ্ত অভিযোগে জানা গেছে, সোমবার ১৩ মে দুপুর দেড়টার দিকে ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যানের অফিস প্রাঙ্গণে উপস্থিত হয়ে মোটরসাইকেল প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী শেখ ওয়াহিদুজ্জামান বাবু ও তার সমর্থিত ১৩ জন ব্যক্তি বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশের নামফলক সরিয়ে ফেলার জন্য উক্ত অফিসের কর্মচারীদের চাপ প্রয়োগ করেন। এছাড়া তাদের সাথে অকথ্য ভাষায় গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্ন প্রকার হুমকি প্রদান করেন।
ঘটনাটি উপজেলা পরিষদের পরিচ্ছন্নতা কর্মী মনি কাজীসহ আরও অনেকে প্রত্যক্ষ করেন বলে অভিযোগে জানানো হয়।
আগামী ২১ মে অনুষ্ঠিতব্য ফকিরহাট উপজেলা পরিষদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এরূপ কর্মকাণ্ড সৃষ্টিকারী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী শেখ ওয়াহিদুজ্জামান বাবুসহ তার উপরে উল্লেখিত সহযোগীদের বিরুদ্ধে উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available