• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:২৯:২৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:২৯:২৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

খুলনা ও যশোরে পৃথক ২ হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

১৫ মে ২০২৪ বিকাল ০৪:৩৭:৫০

খুলনা ও যশোরে পৃথক ২ হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

খুলনা প্রতিনিধি: খুলনা ও যশোরে পৃথক দু’টি হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

১৫ মে বুধবার সকালে খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আব্দুস ছালাম খান এবং বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মতিয়ার রহমান পৃথক এই রায় ঘোষণা করেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি অ্যাডভোকেট ফরিদ আহমেদ জানান, যৌতুকের দাবিতে ২০১১ সালের ২৫ আগস্ট রাতে খুলনা নগরীর বেলায়েত হোসেন সড়কের বাসভবনে আসামি নুরুন্নবী তার স্ত্রী জোহরা খাতুনকে শ্বাসরোধে হত্যা করে। এরপর মরদেহ এবং তার শিশুপুত্রকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই সাদ্দাম হোসেন বাদি হয়ে ২৭ আগস্ট খুলনা থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় ১৪ জন সাক্ষ্য দিয়েছেন। আজ ওই মামলায় রায়ে আসামি নুরুন্নবীকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আব্দুস ছালাম খান। রায় ঘোষণার পর আসামিকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

অপরদিকে যশোরের অভয়নগরের কলেজ ছাত্র নুরুজ্জামান বাবু হত্যা মামলায় আসামি মো. রাজ্জাক পাটোয়ারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মতিয়ার রহমান। আসামি রাজ্জাক পাটোয়ারী পলাতক রয়েছেন।

মামলার এজাহারে বলা হয়, ২০২০ সালের ১ জুন রাতে কলেজ ছাত্র নুরুজ্জামান বাবুকে তার বাড়ির পাশের আম বাগানে ডেকে কোমল পানীয়তে চেতনানাশক ওষুধ মিশিয়ে খাওয়ানোর পর অচেতন করে। অচেতন অবস্থায় গামছা দিয়ে তার চোখ বেঁধে তাকে অভয়নগরের পুড়াখালী গ্রামের সরকারি বাওড়ের পাশে নিয়ে নাইলনের রশি দিয়ে গলায় পেচিয়ে শ্বাসরোধে হত্যা করে বাওড়ের কচুরিপনার নিচে লুকিয়ে রাখে। পরে ২ জুন ছেলের মোবাইল থেকে অজ্ঞাত পরিচয়ে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে আসামি মো. রাজ্জাক পাটোয়ারীকে আটক করে পুলিশ। তার স্বীকারোক্তি মোতাবেক ৪ জুন বাবুর মরদেহ বাওড়ের কচুরিপনা থেকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহত নুরুজ্জামানের বাবা মো. ইমরান গাজী বাদি হয়ে ৪ জুন অভয়নগর থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মতিয়ার রহমান আসামি মো. রাজ্জাক পাটোয়ারীকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫