কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: অনুমোদনহীন নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি ও নকল রঙ উৎপাদন, মজুদ এবং বিক্রি করায় ১১ প্রতিষ্ঠানকে ৪৮ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
১৫ মে বুধবার দুপুরে র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এম. জে. সোহেল এ তথ্য জানান।
তিনি জানান, ১৪ ও ১৫ মে বুধবার পর্যন্ত র্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কদমতলী, কেরানীগঞ্জের জিনজিরা, শুভাঢ্যা, রোহিতপুরসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।
অভিযানে প্যাটেলকো কোম্পানি লিমিটেডকে ১০ লাখ টাকা, সিরাজ ট্রেডিংকে ৩ লাখ টাকা, ইউনিলাইক প্রডাক্টস লিমিটেডকে ৫ লাখ টাকা, কিনবো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৪ লাখ টাকা, ইউনাইটেড ইলেকট্রিকাল এক্সেসরিজকে ৫ লাখ টাকা, আলিফ পেইন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ২ লাখ টাকা, বিআইডব্লউি অ্যান্ড মায়ের দোয়া সোলার পাওয়ারকে ৩ লাখ টাকা, গৌরনদী পেইন্টসকে ২ লাখ টাকা, ম্যাক্স এনাজি ইন্টারন্যাশনালকে ৪ লাখ টাকা, ইভানা ক্যাবলস ইন্ডাস্ট্রিজকে ৫ লাখ টাকা ও কোয়ালিটি ক্যাবলস ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও প্যাটেলকো কোম্পানি লিমিটেডের ১০ জন ব্যক্তিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা প্রদানে ব্যর্থ হওয়ায় তাদের একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available