• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৮:১০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৮:১০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফরিদপুরে মৎস্য উৎপাদনের উপর বার্ষিক কর্মশালা অনুষ্ঠিত

১৬ মে ২০২৪ দুপুর ০২:৪৩:১৯

ফরিদপুরে মৎস্য উৎপাদনের উপর বার্ষিক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরে ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) ১ম সংশোধিত এর আওতায় মৎস্য উৎপাদনের উপর বার্ষিক পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৫ মে বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের এলজিইডি কার্যালয়ের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে ৬টি জেলার অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শাহিদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলজিইডি ঢাকা বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী অনিল চন্দ্র বর্মন। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মাহফুজুর রহমান ও প্রকল্প পরিচালক আবু সাঈদ মো. শাহেদুর রহিম।

কর্মশালায় মৎস্য চাষ, উৎপাদন, আহরণ কার্যক্রমের অগ্রগতি এবং মৎস্য উৎপাদনের প্রভাব নিরুপন বিষয়ক এবং এ কার্যক্রমে টেকসইকরণে আলোচনা করা হয়।

এতে অংশগ্রহণ করেন ঢাকা, মানিকগঞ্জ, ফরিদপুর মাদারীপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী জেলার নির্বাহী প্রকৌশলীবৃন্দ, উপজেলা প্রকৌশলীবৃন্দ, সোসিওলজিষ্ট, মৎস্য ফ্যাসিলেটেটর, জেলা মৎস্য কর্মকর্তাবৃন্দ, উপজেলা মৎস্য কর্মকর্তাবৃন্দ, মৎস্য উপ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সদস্যবৃন্দ।

এছাড়াও ৬টি জেলার ১৩টি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির (পাবসস) ৫২ জন সদস্য অংশ গ্রহণ করে।

উল্লেখ্য, এ প্রকল্পটি বাস্তবায়ন করছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫