রামু (কক্সবাজার) প্রতিনিধি : রামুতে মৃত্যুর দুয়ার থেকে বেঁচে ফিরলেন গর্জনিয়ার উদিয়মান যুবক শাহিনুর রহমান শাহিন। তিনি জীবনের নিরাপত্তা চেয়ে রোববার বিকেলে গর্জনিয়া মাঝির কাটা কিন্ডার গার্ডেনে এক সাংবাদিক সম্মেলন করেছেন।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি জানান, রোববার সকালে গর্জনিয়া থেকে মোটরসাইকেল যোগে নিহত মোঃ ইরফানসহ বাইশারী এলাকায় নিজের রাবার বাগানে পরিচর্চার কাজ পরিদর্শনে যাচ্ছিলেন। নিহত ইরফানকে পেছনে বসিয়ে তিনি নিজেই মোটরসাইকেল চালাচ্ছিলেন। এমতাবস্থায় তারা মাঝির কাটা মিজ্জিবর কাটা গ্রামের মুচগাছ তলা এলাকায় পৌঁছলে সশস্ত্র সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে বাইকের পেছনে বসা মোঃ ইরফান গুলিবিদ্ধ হন। এসময় চলন্ত মোটরসাইকেলসহ তারা পাহড়ের গভীর খাদে পড়ে যান।
গলায়, পিঠে ও পাজরে গুলিবিদ্ধ বন্ধু মোঃ ইরফানের মৃত্যুর কথা স্মৃতিচারণ করে অজোর নয়নে কান্নারত শাহিন বলেন, মুলত তাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি বর্ষণ করেছে। তাকে রক্ষা করতে মানবঢাল হিসেবে নিজের প্রাণ বিসর্জন দিলেন বন্ধু ইরফান।
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে পাহাড়ি সন্ত্রাস, জঙ্গী, অপহরণ, চাঁদাবাজি ও ভূমিদস্যুতাসহ যাবতীয় অসঙ্গতির বিরুদ্ধে তিনি সোচ্ছার ভূমিকার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করে যাচ্ছিলেন। তাই একটি চক্র দীর্ঘদিন থেকে তাকে প্রাণে মারার নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এরই ধারাবাহিক অংশ হিসেবে সন্ত্রাসীরা আজ তাদের উপর গুলি ছুড়ল।
তিনি সাংবাদিকদের মাধ্যমে নিজের জীবনের নিরাপত্তায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।
উল্লেখ্য যে, রামুতে চলন্ত মোটরসাইকেল লক্ষ করে সশস্ত্র দুর্বৃত্তের গুলিতে মোঃ ইরফান নামে এক যুবক নিহত হয়। এসময় মোটরসাইকেল আরোহী শাহিনুর রহমান শাহিন গুরুতর আহত হয়েছে। রোববার সকালে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝির কাটা মিজ্জিবর কাটা গ্রামের মুচগাছ তলা এলাকায় এঘটনা ঘটে। নিহত মোঃ ইরফান(২৭) নাইক্ষ্যংছড়ি ইসলামপুর এলাকার শফিউল্লাহর পুত্র।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available