ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আসন্ন ৬ষ্ঠ উপজেলা ২য় ধাপের নির্বাচন আগামী ২১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের আর মাত্র ৪ দিন বাকি। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঘোড়া মার্কা নিয়ে আহমদ হোসেন বিপ্লব, মোটরসাইকেল মার্কা নিয়ে আব্দুল কাদের এবং আনারস মার্কা নিয়ে সইদুল হক।
এলাকা ঘুরে শোনা যাচ্ছে, ত্রিমুখী লড়াইয়ের খবর। চায়ের দোকানে, পাড়া মহল্লায় ভোটাররা বলছেন এখন পর্যন্ত এগিয়ে আছেন আহমদ হোসেন বিপ্লব। বসে নেই আব্দুল কাদের, তিনিও হাড্ডা হাড্ডি লড়াই করছেন। মাঠ চুষে বেড়াচ্ছেন সইদুল হক।
ভাইস চেয়ারম্যান পদে অংশগ্রহণ করেছেন, বাবর আলী (চশমা) রমজান আলী (বাল্ব), সোহেল রানা (টিউবওয়েল), দিগেন্দ্র রায় (তালা) এবং হযরত আলী (টিয়া পাখি) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থীরা।
এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে শেফালী বেগম (পদ্মফুল), মাহফুজা বেগম পুতুল (কলস), ফরিদা ইয়াসমিন (ফুটবল) ও সারমিন আক্তার (হাঁস) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ভোট ভিক্ষা চাচ্ছেন। বিভিন্ন প্রচার-প্রচারণা চালাছেন এবং উঠান বৈঠকে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন, পর্যাপ্ত আইনশৃংখলা বাহিনী মোতায়েন থাকবে। সেই সাথে ৮ ইউনিয়নে ৮ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। করা নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, রাণীশংকৈল উপজেলার ভোটার সংখ্যা ১ লক্ষ ৮১ হাজার ৩৯১। ভোট কেন্দ্র ৬৬টি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available