কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: আর মাত্র চার দিন বাকি নির্বাচনের। সময় যতোই ঘনিয়ে আসছে নির্বাচনী প্রচার-প্রচারণায় ততোই মুখরিত হয়ে উঠেছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা পরিষদ নির্বাচন।
অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্য দিয়ে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। নিজ প্রতীকে ভোট দেয়ার জন্য দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এই উপজেলার ২ জন চেয়ারম্যান, ৫ জন ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান ভোটযুদ্ধে অংশগ্রহণ করেছেন। জয়ের ব্যাপারে প্রার্থীরা শতভাগ আশাবাদী। তবে কে জিতবে এই আসনে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ চাচ্ছেন সাধারণ ভোটাররা।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে অর্থাৎ আগামী ২১ মে অনুষ্ঠিত হবে কুমারখালী উপজেলা পরিষদ নির্বাচন।
সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। সাধারণ মানুষের মাঝে ভোট নিয়ে চলছে নানা বিশ্লেষণ।
প্রার্থীদের অভিযোগ ও পাল্টা অভিযোগ রয়েছে তবে তা নির্বাচনে প্রভাব ফেলতে পারবে না বলে মনে করছে ভোটাররা। এই উপজেলায় ২জন হেভি ওয়েট চেয়ারম্যান প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাচ্ছেন ভোটাররা। তবে তাদের প্রত্যাশা শান্তিপূর্ণ পরিবেশ ভোটদান করতে পারবেন তারা।
উল্লেখ্য, কুমারখালী উপজেলা ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। মোট ভোটার রয়েছেন ২ লাখ ৮৬ হাজার ৮২৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৪ হাজার ৯৯৫ জন। নারী ভোটার রয়েছেন ১ লাখ ৪১ হাজার ৮৩১ জন। মোট ভোট কেন্দ্র ১০০টি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available