• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৭:৪২:২৮ (08-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৭:৪২:২৮ (08-Sep-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রামপালে সাম্প্রদায়িকতা ছড়ানোর প্রতিবাদে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

১৭ মে ২০২৪ সকাল ১১:৫৪:৪০

রামপালে সাম্প্রদায়িকতা ছড়ানোর প্রতিবাদে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের রামপালের রাজনগর ইউনিয়নে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানোর অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।  

১৬ মে বৃহস্পতিবার বিকেল ৫টায় ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ঐতিহ্যবাহী কালেখারবেড় দীঘির পাড়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্যে ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক নিখিল রঞ্জণ চৌধুরী জানান, ‘রাজনগর ইউনিয়ন শত বছরের সম্প্রীতির ঐতিহ্যে লালিত একটি শান্তিপূর্ণ জনপদ। এখানে যুগের পর যুগ ধরে হিন্দু-মুসলিম জনগোষ্ঠী শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে ভ্রাতৃত্বের বন্ধনকে সমুন্নত রেখেছে। আমরা লক্ষ করছি যে, সাম্প্রতিককালে আমাদের সে ঐতিহ্য বিনষ্ট করার জন্য একটি কুচক্রী মহল সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানোর গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এ ষড়যন্ত্র শুরু হয়েছিলো বহুল আলোচিত বর্ণালী ঘোষ ধর্ষণ ও হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। এ হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিরা এবং তাদের সাঙ্গ-পাঙ্গরা প্রায়ই এ শান্তির জনপদে এসে জনগণের মধ্যে ত্রাস সৃষ্টি করার জন্য সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এ সন্ত্রাসী বাহিনী গত কয়েক মাস আগে হামলা চালিয়ে ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জয়কে গুরুতর জখম করেছে।’

নিখিল রঞ্জণ চৌধুরী জানান, গত ৮ মে রামপাল উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক এ নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী সেখ মোয়াজ্জেম হোসেন জয়লাভ করে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনকে কেন্দ্র করে সেই চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী পুনরায় এই ইউনিয়নকে অশান্ত করার পাঁয়তারা করছে।’

তিনি বলেন, ‘এ বাহিনীর সাথে রয়েছে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী তিতাস-হাসিনা দম্পতি। সবুজ শেখের নেতৃত্বে এই গোষ্ঠীটি ইতোমধ্যে রাজনগর ইউনিয়নের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার জন্য এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে ত্রাস সৃষ্টির উদ্দেশ্যে এই ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন শেখকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী হানিফ শেখ, আলী শেখ এবং মোর্শেদ শেখকে দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছে। যার ফলে এলাকার সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক এবং উৎকণ্ঠা বিরাজ করছে।’

তিনি আরও বলেন, ‘গত ১৩ মে এই ইউনিয়নে এই গোষ্ঠী একটি সংবাদ সম্মেলন করেছে। সেখানে সংখ্যালঘুদের ব্যবহার করে তাদের উপর নির্যাতন করা হয়েছে বলে দাবি করা হয়। বাস্তবতা হলো সেখানে সংখ্যালঘুদের উপর নির্যাতনের কোনো ঘটনাই ঘটেনি। এটা করার মূল উদ্দেশ্য দলের এবং সরকারের ভাবমর্যাদা নষ্ট করা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংখ্যালঘু নির্যাতনের ধোয়াতুলে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে এই এলাকার শান্তিপূর্ণ পরিবেশকে যারা অশান্ত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে সেই সন্ত্রাসী গোষ্ঠীকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি।’

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আকরাম হোসেন, আওয়ামী লীগ নেতা মো. বদরুজ্জামান, মহিউদ্দিন শেখ, তারিকুল ইসলাম তুফানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কুষ্টিয়ায় ছাত্রদলের ২ নেতা বহিষ্কার
৭ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:০৬:৪৪

নওগাঁয় মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন
৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:১৫

গাজীপুরে বিয়ের দাবিতে ৩ সন্তানের জননীর অনশন
৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১২:২০