• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১২:২২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১২:২২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বনভূমি রক্ষায় সকলে এগিয়ে আসতে হবে: পরিবেশ উপমন্ত্রী

১৩ মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:২২:৪৭

বনভূমি রক্ষায় সকলে এগিয়ে আসতে হবে: পরিবেশ উপমন্ত্রী

মোঃ নুরুল হক সিকদার, রামু (কক্সবাজার) প্রতিনিধি : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার বলেছেন, প্রকৃতি ও বনভূমি রক্ষায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কার্যক্রম শুরু করেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার তা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে। প্রকৃতি ও বনভূমি রক্ষায় সকলে  এগিয়ে আসতে হবে। যেন এদেশ ভালো থাকে, এদেশের প্রকৃতি ভালো থাকে।

১৩ মার্চ সোমবার সকাল সাড়ে ১০ টায় কক্সবাজার দক্ষিণ বনবিভাগের রাজারকুল বোটানিক্যাল গার্ডেনে সুফল প্রকল্পের আওতায় জীবিকা উন্নয়ন তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপমন্ত্রী আরও বলেন, বনের ওপর সরাসরি নির্ভরশীলতা হ্রাসসহ বনজ সম্পদ উজাড় রোধে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা হবে। এতে বনাচ্ছাদন বৃদ্ধি পাবে, বনের বাইরে বৃক্ষাচ্ছাদন বৃদ্ধির উপযুক্ত পরিবেশ সৃষ্টি হবে। ফলে অচিরেই দেশে বৃক্ষাচ্ছাদনের পরিমাণ শতকরা ২২.৩৭ ভাগ হতে ২৪ ভাগে উন্নীত করা সহজ হবে।

চট্টগ্রাম অঞ্চলের প্রধান বনসংরক্ষক বিপুল কৃষ্ণ সভাপতিত্বে কক্সবাজার উত্তর বনবিভাগের সহকারী বনসংরক্ষক প্রন্তোষ কুমার রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কক্সবাজার-৩ আসনের (সদর - রামু- ঈদগাঁও) সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।

এসময় প্রধান বনসংরক্ষক আমির হোসেন চৌধুরী, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড.মুনিরা সুলতানা, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপ্তি চাকমা, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ সরওয়ার আলমসহ বনবিভাগ ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন।

পরে ছয়শ ৩৭জন সুফল ভোগীদের মাঝে ২৫ হাজর ২’শ টাকা করে ১ কোটি ৬০ লাখ ৫২ হাজার ৭’শ টাকার চেক বিতরণ করা হয়।

এর আগে উপমন্ত্রী বোটানিক্যাল গার্ডেনের মুজিব জন্মশতবর্ষের স্বরণে একশ হেক্টর বাগান সৃজনের নিমিত্তেই একশ প্রজাতের গাছের চারার নার্সারী পরিদর্শন করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫