সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে তামাক সেবন ও তামাকজাত পদার্থের অপব্যবহার প্রতিরোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৬ মে বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে-এর হল রুমের এ কর্মশালার আয়োজন করা হয়।
নোয়াখালী জেলা সার্জন অফিস কর্তৃক আয়োজিত ও লাইফস্টাইল, হেলথ এডুকেশন অ্যান্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদফতর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নে দিনব্যাপী ওই সচেতনতামূলক কর্মশালায় ফাওয়ার প্লে প্রজেক্টরের মাধ্যমে মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন সেনবাগ উপজেলা রোগা নিয়ন্ত্রণ কর্মকর্তা (এমওডিসি) ডাক্তার কামাল উদ্দিন।
সমাপনি বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার রফিকুল ইসলাম। কর্মশালায় সাংবাদিক, জনপ্রতিনিধ, মসজিদের ইমান, স্বাস্থ্য কর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available