সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম মার্কার প্রচার কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুরের অভিযোগ উঠেছে আনারস মার্কার চেয়ারম্যান পদ প্রার্থীর কর্মী সমর্থকদের বিরুদ্ধে।
১৬ মে বৃহস্পতিবার রাতে উপজেলার ছরিম মুন্সিরহাট বাজারে চৈতি থাই এ্যালমুনিয়াম দোকান সংলগ্ন রাস্তার ওপর ওই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় নির্বাচনী প্রচারকারী এক কর্মী এবং সিএনজি চালককে মারধর করে মাইকের ব্যাটারি, বাদ্যযন্ত্র ঝুনঝুনি ও ডোল লুট করে হামলাকারীলা।
দোয়াত কলম মার্কার প্রার্থী সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি ও সাবেক পৌরসভার মেয়র আবু জাফর টিপু অভিযোগ করে জানান, তার দোয়াত কলম মার্কার জোয়ার দেখে প্রতিপক্ষ আনারস মার্কার প্রার্থী সেনবাগের এমপি মোরশেদ আলমের ছেলে সাইফুল আলম দিপু দিশেহারা হয়ে গেছে। তাই কর্মী সমর্থকদের মারধর করে জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
এ ব্যাপারে সেনবাগ উপজেলা পরিষদ নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার ভাঙচুরের মৌখিক একটি অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেন। তবে, লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
তবে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগের বিষয়ে আনারস মার্কার প্রার্থী সাইফুল আলম দিপুর মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি। তাই এ বিষয়ে তার কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available