শরিয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর সদরে নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে মন্টু খান (৪৫) নামের ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থীর এক সমর্থকের মৃত্যু হয়েছে।
১৭ মে শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার রাজগঞ্জ ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মন্টু খান তুলাসার ইউনিয়নের আড়িগাঁও এলাকার কুটি খানের ছেলে। তার আড়িগাঁও বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, মন্টু খান সদর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান আখন্দ ওরফে উজ্জ্বলের সমর্থক ছিলেন। শুক্রবার বিকালে ওই চেয়ারম্যান প্রার্থীর পক্ষে একটি নির্বাচনি মিছিল বের করে তুলাসার ইউনিয়নের সমর্থকরা। সেই মিছিলে অনেকের সঙ্গে অংশ নিয়েছিলেন মন্টু খান। তারা মিছিলটি নিয়ে জেলা শহরের দিকে আসার পথে রাজগঞ্জ ব্রিজ এলাকায় আসলে অতিরিক্ত গরমে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন মন্টু খান। পরে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী শাহাদত হোসেন বলেন, আমরা তুলাসার ইউনিয়নের ঘোড়া মার্কার সমর্থকরা মিছিল নিয়ে বের হয়েছিলাম। মিছিলে এসে অনেক গরমে মন্টু ভাই অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে একটি দোকানে নিয়ে পানি খাওয়াই। এর একটু পরেই সে মাটিতে পড়ে যায়। সেখান থেকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সদর হাসপাতালের ডা. শাহরিয়ার ইয়াসিন বলেন, তাকে একটি ভ্যানে করে নিয়ে আসা হয়েছিল। পরে দেখি তার হার্টবিট নেই ও নিঃশ্বাস বন্ধ। ইসিজি করার পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হই।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহম্মেদ বলেন, বিষয়টি আমাদের জানা নেই। তাছাড়া কেউ স্বাভাবিকভাবে মারা গেলে আমাদের খোঁজ নেয়ার কোনো বিষয় নেই।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available