মো. ফারুক হোসেন, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ইউএনডিপির বিভিন্ন প্রকল্প ও মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান রাষ্ট্রদূত ড: লিলি নিকলোস।
১৩ মার্চ সোমবার সকাল সাড়ে দশটার দিকে মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে স্কুলের শিক্ষার্থী ও মাদার'স ক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় কানাডিয়ান রাষ্ট্রদূত ড: লিলি নিকলোস উপস্থিত মাদার'স ক্লাব ও বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ধন্যবাদ জানান।
ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশনের Senior development Adviser, বাংলাদেশী নাগরিক রিফাত জান্নাত আগত অতিথিদের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান ফাতেমা, ইউএনডিপি বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজার সুপ্রদিব চাকমা। ইউএনডিপি খাগড়াছড়ি জেলা ম্যানেজার প্রিয়তর চাকমা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available