• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা কার্তিক ১৪৩১ দুপুর ০২:৪১:৫৮ (18-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা কার্তিক ১৪৩১ দুপুর ০২:৪১:৫৮ (18-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নির্বাচনী প্রচারকালে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৬

১৮ মে ২০২৪ সকাল ০৯:১৪:০৮

নির্বাচনী প্রচারকালে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৬

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরা উপজেলায় মোটরসাইকেল প্রার্থীর কর্মী-সমর্থকদের মাঠ ছাড়া করতে নির্বাচনী প্রচারণাস্থলের পাশেই ককটেল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

১৭ মে শুক্রবার বিকেল ৫টায় টিএন্ডটি মোড়ে এ ঘটনার প্রতিবাদ করে সংবাদ সম্মেলন করেছেন মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ইদ্রিস ফরাজী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জাজিরা পৌরসভার সাবেক মেয়র আব্দুল হক কবিরাজ, বিকেনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস্কান্দার আলী ভূঁইয়া, পালেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ফরাজী, জাজিরা উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সোহাগ বেপারী, জাজিরা উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল বেপারীসহ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।

সংবাদ সম্মেলনে ইদ্রিস ফরাজী বলেন, যারা এই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে তারা জাজিরাবাসীর স্বপ্নকে ভঙ্গ করতে চায়। তাদের অতিদ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

কারা এই ঘটনা ঘটিয়েছে বলে মনে করেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা আমাদের পক্ষে জনসমর্থন দেখে পরাজয়ের ভয় পাচ্ছে এবং জাজিরার মানুষ যাদের সন্ত্রাসী হিসেবে চিনে তারাই এমন ঘটনা ঘটিয়েছে।

জানতে চাইলে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সাদিয়া ইসলাম লুনা বলেন, নির্বাচনী জনসভার পাশে ককটেল  বিস্ফোরণের বিষয়টি শুনেছি, তবে কোন অভিযোগ পাইনি। জনসভার জন্য ২৪ ঘণ্টা আগে অনুমতি নিতে হয়। কিন্তু অনুমতি নেয়া হয়নি।

বিষয়টি নিয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ককটেল বিষ্ফোরণের আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছেন এবং ৬ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






কালিয়াকৈরে যুবকের মরদেহ উদ্ধার
১৮ অক্টোবর ২০২৪ দুপুর ১২:৩৫:০৯