বাগেরহাট প্রতিনিধি: অন্ধত্ব প্রতিরোধে ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাবের উদ্যোগে, দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) ঢাকা ও লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের সার্বিক সহযোগিতায় ১৫তম থ্রি চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে।
১৭ মে শুক্রবার সকাল ৯টায় বাগেরহাটের রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়নের বড়দিয়া হাজি আরিফ (রঃ) মাদ্রাসা প্রাঙ্গণে এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
রোগী দেখেন, ঢাকা ভিশন আই হসপিটালের ডা. রাকিবুজ্জামান খান, ডা. নাসির মাহমুদ, ঢাকার দৃষ্টি আই হসপিটালের নাঈম হাসান চৌধুরী, হাসানুজ্জামান, খুলনা লায়ন চক্ষু হাসপাতালের ডা. নাসির মাহমুদ এবং খুলনা লায়ন চক্ষু হাসপাতালের প্রধান টেকনিশিয়ান সুচি সাহা।
তীব্র তাপদাহ উপেক্ষা করে বাগেরহাট জেলা ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে আগত ছয় হাজারের অধিক চক্ষু রোগীকে ফ্রি চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়। এর মধ্যে ৬শ’ ছানি পড়া রোগী বাছাই করা হয়। যাদেরকে আগামী ২৯ মে থেকে পর্যায়ক্রমে লায়ন্স চক্ষু হসপিটালসহ ঢাকার বিভিন্ন চক্ষু হাসপাতালে ছানি অপারেশন করা হবে।
গত ৭-৮ বছর আগে ফকিরহাটের বেতাগা ইউনিয়নের কুমারখালী গ্রামের স্মৃতি রায়কে দেওয়া হুইল চেয়ারটি ব্যবহারের অনুপযোগী হওয়ায় লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম শুক্রবার তাকে নতুন একটি হুইল চেয়ার প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম গোরা, ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। অনুষ্ঠান বাস্তবায়নে সহায়তা করেন খান আলী আজম, খান আহসান হাবীব মুকুল, মোল্লা আলমগীর হোসেন, শেখ বখতিয়ার, শেখ জাহাঙ্গীর হোসেন, খান ফরহাদসহ একদল স্বেচ্চাসেবক।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available