হিলি প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনে দিনাজপুরের হিলিতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণের দাবিতে কর্মবিরতি পালন করছেন শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
১৩ মার্চ সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত হাকিমপুর মহিলা কলেজের শিক্ষক ও কর্মচারীবৃন্দ তাদের কাজ বন্ধ রেখে ক্লাসরুমের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন।
দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি পালন করার কথা বলেন তারা। এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর মহিলা কলেজের আন্দোলন সমন্বয়ক ও সহকারী অধ্যাপক গোলাম আহমেদ চৌধুরি,সহকারী সমন্বয়ক ও সহকারী অধ্যাপক ড.মোজাফফোর হোসেন, কলেজের অধ্যক্ষ মামুনুর রশীদ প্রমুখ ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available