• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৭:৪৭:৫১ (08-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৭:৪৭:৫১ (08-Sep-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাউজানে ঐতিহ্যবাহী ইলিয়াস খা জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

১৮ মে ২০২৪ বিকাল ০৩:৫৯:৪১

রাউজানে ঐতিহ্যবাহী ইলিয়াস খা জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান পৌরসভার আদালত ভবন রোড সংলগ্ন শাহনগর ইলিয়াস খা জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

১৭ মে শুক্রবার জুমার নামাজ পর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্তর স্থাপন করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। এ সময় স্থানীয় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় পৌরসভার পক্ষ থেকে যে কোন ধরণের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন তিনি।

শাহনগর ইলিয়াছ খা জামে মসজিদ উন্নয়ন কমিটির সভাপতি আলহাজ্ব ওসমান গনি চৌধুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- মসজিদ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, নাঈম উদ্দিন চৌধুরী, অর্থ সম্পাদক মোহাম্মদ শফি, সদস্য মোহাম্মদ বাবুল শরীফ, মোহাম্মদ শাহজাহান শরীফ, পৌরসভা কৃষক লীগের সভাপতি আলী আজগর চৌধুরীসহ মসজিদ উন্নয়ন কমিটির অন‍্যন‍্যা নেতৃবৃন্দ ও এলাকাবাসি।

মসজিদটি প্রায় ২০০ বছরের পুরানো। একসময় এই মসজিদে হুজুর কেবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ্ (র:)-সহ অসংখ্য বুজুর্গগণ নামাজ আদায় করেছেন। এটি দৃষ্টিনন্দন ও আধুনিক করতে শুক্রবার পুনঃনির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

ভিত্তি প্রস্তর স্থাপন শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মসজিদটির খতিব ও কদলপুর হামিদিয়া কামিল মাদ্রাসার অধ‍্যক্ষ হাফেজ মাওলানা আবু জাফর সিদ্দিকী।

এসময় নির্মাণ কাজে আর্থিক সহযোগিতা করতে আগ্রহীদের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়। মসজিদের ব্যাংক চলতি হিসাব নাম্বার- ৩৮০৭৯০১০০১১৫৯, পূবালী ব‍্যাংক লিমিটেড, রাউজান, চট্টগ্রাম শাখা। উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরীর মোবাইল নং ০১৭১৫-৮৪৬৮৪৪।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





কুষ্টিয়ায় ছাত্রদলের ২ নেতা বহিষ্কার
৭ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:০৬:৪৪

নওগাঁয় মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন
৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:১৫

গাজীপুরে বিয়ের দাবিতে ৩ সন্তানের জননীর অনশন
৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১২:২০