• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫১:৪১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫১:৪১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

চৌদ্দগ্রামে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

১৮ মে ২০২৪ বিকাল ০৪:৫৮:৫১

চৌদ্দগ্রামে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা চৌদ্দগ্রামে কনকাপৈত ইউনিয়ন তারাশাইল উচ্চবিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

এ উপলক্ষ্যে ১৮ মে শনিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। তারাশাইল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুল হক ভূঁইয়া অনুষ্ঠান পরিচালনা করেন। পরিচালনা কমিটির সভাপতি আবদুল কাদের ভূঁইয়া সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক গোলাম মোস্তফা।

কৃতি সংবর্ধনায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কামরুজ্জামান, চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাস্টার মো. ওয়ালী উল্যাহ, পায়েরখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদ উল্যাহ ভূঁইয়া, মরকটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, হিংগুলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন, তারাশাইল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এনামুল হক মিলন, অভিভাবক সেলিম চৌধুরী, প্রাক্তন শিক্ষার্থী অ্যাডভোকেট বাপ্পি ফরায়জী, নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে অধ্যয়নরত মো. ফখরুল ইসলাম ফরায়জী।

শিক্ষার্থীদের মধ্য থেকে গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্রী নাজনীন সুলতানা ও তাসলিম জাহান জুলি প্রমুখ উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে তারাশাইল উচ্চ বিদ্যালয় থেকে ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৫ জন শিক্ষার্থী ও বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত দুইজন প্রাক্তন শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শহীদ উল্যাহ, অভিভাবক আবুল কালামসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০