সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার অবসরপ্রাপ্তরা এ মাসে পায়নি পেনশন ভাতা। ফলে তাদের অনেকের দিন কাটছে অতিকষ্টে। এ তালিকায় আছেন রেলওয়ের ৩ হাজার ৮৭৩ জন কর্মচারী। পেনশন না পাওয়ায় তারা পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিন পার করছেন।
সৈয়দপুর রেলওয়ে বিভাগের উপ-অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব কর্মকর্তার কার্যালয়ে গিয়ে দেখা যায়, পেনশনভোগীরা সেখানে জটলা করছে।
এ ব্যাপারে শহীদুল ইসলাম নামে একজন জানান, প্রতি মাসের ১ থেকে ৩ তারিখের মধ্যে পেনশনের টাকা ব্যাংক হিসাবে চলে আসে। কোনো কারণে হয়তো ৫ তারিখ পর্যন্ত যেত। কিন্তু এবার অর্ধেক মাস চলে গেলেও এখনো আসেনি তাদের পেনশনের টাকা।
তিনি বলেন, যারা পেনশনের টাকার উপর নির্ভরশীল তাদের পরিবারে নেমে এসেছে অন্ধকার। রোটিন মাফিক কাজ করতে পারছেন না তারা। অনেকের ছেলে মেয়ের লেখাপড়া ও সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছে। পেনশনের টাকা না পেয়ে অনেকে ছুটাছুটি করছে বিভিন্ন দফতরে। এ বিষয়ে দায়িত্বে থাকা কর্মকর্তারাও কোনো সমাধান দিতে পারছেন না।
সৈয়দপুর রেলওয়ে কারখানার জিআর শপের মিস্ত্রী মজিবর রহমান জানান, তিনি কয়েক বছর পুর্বে অবসরে যান। একমাত্র পেনশনের টাকার ওপর তিনি নির্ভরশীল। তিনি জানান, প্রতি মাসের ১ তারিখের মধ্যে তিনি ব্যাংকের মাধ্যমে পেনশন পেয়ে আসছিলেন। পেনশনের যে কয়েক হাজার টাকা পেতেন তা দিয়ে চলে সংসার। চলতি মাসের দিন শেষের দিকে এলেও পেনশনের টাকা জমা হয়নি ব্যাংকে।
সৈয়দপুর রেলওয়ে বিভাগের উপ-অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব কর্মকর্তা মো. আনোয়ার জাহিদ জানান, বাজেট স্বল্পতার কারণে এ অবস্থার সৃষ্টি। তবে চিন্তার কারণ নেই, অতি দ্রুত এ সমস্যার সমাধান হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available