• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩২:০৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩২:০৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বদলগাছীতে অসুস্থ গরু জবাই, ১০ হাজার টাকা অর্থদণ্ড

১৯ মে ২০২৪ বিকাল ০৩:৩৭:০৪

বদলগাছীতে অসুস্থ গরু জবাই, ১০ হাজার টাকা অর্থদণ্ড

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার ভান্ডারপুর হাটে মাংস বিক্রির উদ্দেশ্য অসুস্থ গরু জবাই করায় নজরুল ইসলাম (৫৫) নামে এক মাংস ব‍্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ১৫ দিন জেল প্রদান করেছেন ভ্রাম‍্যমাণ আদালত।

১৯ মে রোববার বেলা সাড়ে ১১টায় ভ্রাম‍্যমাণ আদালত বসিয়ে এই রায় দেন বদলগাছী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন।

মাংস ব‍্যবসায়ী নজরুল ইসলাম সাবেক ইউপি সদস‍্য এবং কোলা গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে।

এত অল্প টাকা অর্থদণ্ড করায় ক্ষুব্ধ স্থানীয় লোকজন। স্থানীয়দের অভিযোগ, এখানকার কসাইয়েরা বারবার অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করে। অল্প টাকা অর্থদণ্ড করলে এরা এই অপরাধ বারবার করতেই থাকবে। স্থানীয়রা আরও বলেন, মোটা অংকের জরিমানার পাশাপাশি এসব জঘন্য কাজ যারা করবে তাদের জেলও দিতে হবে।

স্থানীয় ও প্রত‍্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল সাড়ে ৭টায় কোলা গ্রাম থেকে অসুস্থ গরুটি নিয়ে কসাইয়েরা গরুটিকে জবাই করে। এই সময় স্থানীয় বাজারে আসা লোকজন গরুটিকে জবাই করতে দেখে নিষেধ করলেও শোনে না। অসুস্থ গরু জবাই হলে ব‍্যপারটি সাথেসাথে উপজেলা প্রাণিসম্পদ বরাবর জানালে উপজেলা ভেটেরিনারি সার্জন নাজমুল হাসান এবং থানা পুলিশ ঘটনাস্থলে আসে।

হাটে আসা খালিদ বলেন, কোলা গ্রামের রিপন গরুটি কোলাহাট থেকে কিনে এবং ইসমাইল পুর গ্রামের লবা (৬০), বিতু (২৬), কালাম (৪৫) এবং সাবেক মেম্বার নজরুল কসাই (৫৫) ভাগাভাগি করে গরুটিকে এনে জবাই করে। তারা এর আগেও অসুস্থ গরু জবাই করে জরিমানা দিয়েছে।

উপস্থিত হাটে আসা লোকজন বলেন, এখানে সমিতির মাধ্যমে গরু জবাই হয়। অল্প বয়সের বাছুরের মতো গরু গুলো জবাই করে। এছাড়াও এই ভান্ডারপুর হাটে অসুস্থ গরু বেশি জবাই করে কসাইয়েরা। অল্প দামে কিনে বেশি লাভের আশায় কসাইয়েরা প্রতিনিয়ত এমন কাজ করছে। অসুস্থ গরু জবাই হলে সাথে সাথে বিষয়টি প্রশাসনকে জানানো হয়। প্রশাসন এসে নাম মাত্র জরিমানা করে।

উপস্থিত করোনা কর্মকার বলেন, অল্প জরিমানা করলে এদের হবে না। বেশি জরিমানা না হয় জেল দিতে হবে। নয়তো এরা বারবার এমনই কাজ করবে।

স্থানীয় বাজার বণিক সমতির সভাপতি সাগর বলেন, এই হাটে প্রায় অসুস্থ গরু এনে জবাই করে এবং অসুস্থ গরুর মাংস বিক্রি করে কসাইরা। এর আগেও ভ্রাম‍্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হয়েছে। কিন্তু কোনো লাভ হয়নি। কসাইরা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক পশু জবাইয়ের কোনো ছাড়পত্র ছাড়াই গরু জবাই করে।

এ ব‍্যপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজমুল হাসান ভেটেরিনারি সার্জন বলেন, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। অসুস্থ গরুটিকে উদ্ধার করে মাটিতে পুতে ফেলা হয়েছে এবং জড়িত কসাইয়ের বিরুদ্ধে ব‍্যবস্থা নেওয়া হয়েছে।

এ ব‍্যপারে উপজেলা সহকারী ভূমি অফিসার আতিয়া খাতুন বলেন, ঘটনাস্থলে গিয়ে নজরুল নামে এক কসাইকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে জেল দিয়েছি। তাদের নিষেধ করেছি পরবর্তীতে এমন কাজ পুনরায় হলে আরো কঠোর ব‍্যবস্থা নেওয়া হেবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০